23 C
Dhaka
হোম ব্যাক্তিত্বআয়মান সাদিক ও মুনজেরীন শহিদের বিয়ে।

আয়মান সাদিক ও মুনজেরীন শহিদের বিয়ে।

সত্যিই কি বিয়ে হতে যাচ্ছে আয়মান সাদিকের?
ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি বিয়ের কার্ড।কার্ডে লেখা আছে,আয়মান সাদিক এবং মুনজেরিন শহীদের বিবাহোত্তর সংবর্ধনা দেওয়া হবে ২৩ সেপ্টেম্বর। এ নিয়ে নেটিজেনদের মনে জলপনা কল্পনার শেষ নেই।

দেশের বিখ্যাত অনলাইন শিক্ষাদানকারী প্রতিষ্ঠান ‘টেন মিনিটস স্কুল’ এর প্রতিষ্ঠাতা আয়মান সাদিক। একই প্রতিষ্ঠানের ইংরেজি শিক্ষিকা মুনজেরিন শহীদ। দেশ জুড়ে উভয়ই ব্যাপক জনপ্রিয়। দীর্ঘদিন ধরেই তাদের প্রেম নিয়ে গুঞ্জন চলছিলো। বিভিন্ন প্রতিযোগিতায়, রিয়েলিটি শো এবং সেলিব্রিটিদের অনুষ্ঠানে তাদেরকে একসাথে দেখা গেছে। বিভিন্ন নিউজ চ্যালেন এ বিষয়ে বিশ্বস্ত সূত্র থেকে বিয়ের সত্যতা নিশ্চিত করেন।

আয়মান সাদিক জন্মগ্রহণ করেন কুমিল্লা জেলায়। তিনি পড়ালেখা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে। ২০১৫ সালে তিনি প্রতিষ্ঠা করেন ‘টেন মিনিটস স্কুল’। অনলাইনে বিনামূল্যে বিভিন্ন শিক্ষাবিষয়ক তথ্য দিয়ে শিক্ষার্থীদের সাহায্য করে এই প্রতিষ্ঠান। বাংলাদেশে ব্যাপক জনপ্রিয় এই প্রতিষ্ঠান।

মুনজেরিন শহীদের জন্ম চট্টগ্রামে।তিনি পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। এখন তিনি বিশ্বের অন্যতম সেরা প্রতিষ্ঠান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে দ্বিতীয় স্নাতকোত্তর করছেন। ‘টেন মিনিটস স্কুল’ এর শিক্ষিকা হিসেবে তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন।

খুব শিগগিরই হয়ত তাদের বিয়ের বিষয়ে আরও বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যাবে।তাদের ভক্ত এমন শুভাকাঙ্ক্ষীরা ইতিমধ্যে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন ধরনের পোস্ট করছেন। সবার মাঝে এক আনন্দ বয়ে চলছে তাদের বিয়ের খবর শুনে।

একইমত আর্টিকেল

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন

- Advertisment -
Digital Marketer Apple Mahmud Riyad

জনপ্রিয়

মন্তব্য