চুল আমাদের মুখের সৌন্দর্য বৃদ্ধির সাথে সাথে মাথার ত্বককেও রক্ষা করে। চুলের যত্ন নেওয়া জরুরি আমরা অনেক সময় চুলে বিভিন্ন ক্যামিকেল যুক্ত হেয়ার প্যাক ব্যবহার করে থাকি।এতে আমাদের চুলের বিভিন্ন প্রকার ক্ষতির সম্ভাবনা থাকে।খুব সহজেই ঘরোয়া কিছু উপাদান দিয়ে ঘরে বসেই চুলের প্যাক তৈরি করা যায়।এগুলো ব্যবহারে চুলের কোনো প্রকার ক্ষতির সম্ভাবনা নেই।
চুলের ১০টি ঘরোয়া উপায়ে তৈরি প্যাকের বর্ণনা দেওয়া হলো:
১.ডিমের প্যাক: ডিমের প্যাক তৈরির জন্য, ডিমের সাদা অংশ দরকার। ডিমের সাদা অংশ নারকেল তেলের সাথে মিশিয়ে প্যাক বানিয়ে চুলে লাগাতে হবে। এর ২০/২৫ মিনিট পর চুল ধূয়ে ফেলতে হবে।
২.মধুর প্যাক: মধুর প্যাক তৈরির জন্য মধুর সাথে ডিমের সাদা অংশ এবং লেবুর রস মিশিয়ে নিতে হবে।এবং মাথায় আলতো হাতে ভালো করে দিতে হবে। এর ৩০ মিনিট পর চুল ভালোভাবে পরিষ্কার করতে হবে।

৩.মেথির প্যাক : মেথির প্যাক তৈরী করার জন্য প্রথমে মেথি গুড়ো করে নিতে হবে। এরপর মেথির গুড়োর সাথে দই অথবা তেল মিশিয়ে চুলে দিতে হবে। চুলে দেওয়ার পর চুল শুকনো কোনো তোয়ালে অথবা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। মাথার প্যাক শুকিয়ে এলে পানি দিয়ে পরিষ্কার করতে হবে।

৪.এ্যালোভেরা প্যাক: এজন্য এ্যালোভেরার ভেতরের স্বচ্ছ জেলিগুলো নিতে হবে। এ্যালোভেরা জেলি তেলের সাথে মিশিয়ে,তাতে লেবুর রস দিয়ে প্যাক বানিয়ে নিতে হবে।চুলে প্রয়োগ করার করতে হবে। এর ২০/৩০ মিনিট পর চুল পরিষ্কার করে নিতে হবে।

৫.পেয়াজেঁর প্যাক : এজন্য শুধুমাত্র পেয়াজেঁর রস প্রয়োজন। পেয়াজেঁর রস তেলের সাথে মিশিয়ে ব্যবহার করতে হবে।এরপর চুল পরিষ্কার করে নিতে হবে।
৬.নিম পাতার প্যাক: নিম পাতার রস তেলের সাথে মিশিয়ে তাতে মধু যুক্ত করে প্যাক তৈরি করে নিতে হবে। এরপর চুলে ব্যবহার করতে হবে।৩০ মিনিট পর ধূয়ে ফেলতে হবে।
৭.কলার প্যাক: কলা বেটে তারসাথে মধু এবং দুধ মিশিয়ে প্যাক তৈরি করে নিতে হবে।এরপর মাথায় দিতে হবে। ৩০ মিনিট পর ধূয়ে ফেলতে হবে।
৮.জবা ফুলের প্যাক: জবা ফুল বেটে তেলের সাথে মিশিয়ে প্যাক তৈরি করে নিতে হবে। এরপর চুলে প্রয়োগ করতে হবে।ত্রিশ মিনিট পর চুল পরিষ্কার করতে হবে।
৯.আমলকি প্যাক: শুকনো আমলকির গুড়ো তেলের সাথে মিশিয়ে প্যাক তৈরি করে নিতে হবে।এরপর চুলে প্রয়োগ করতে হবে।ত্রিশ মিনিট পর চুল পরিষ্কার করতে হবে।

১০. মেহেদী পাতার প্যাক: শুকনো মেহেদী পাতার গুড়োর সাথে ডিমের সাদা অংশ, লেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করতে হবে।চুলে দেওয়ার পর চুল শুকনো কোনো তোয়ালে অথবা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে। মাথার প্যাক শুকিয়ে এলে পানি দিয়ে পরিষ্কার করতে হবে।
এই দশটি ঘরোয়া প্যাক ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে, চুল হবে উজ্জ্বল এবং চুলের বৃদ্ধি দ্রুত হবে, চুল হবে স্বাস্থ্যকর। সব উপাদান প্রাকৃতিক হওয়ায় চুলের কোনো ধরনের ক্ষতি হবে না।আর এগুলো খুব সহজেই অল্প সময়ে ঘরে তৈরি করা সম্ভব।