বলিউডের জনপ্রিয় সিনেমা ডন। ২০০৬ সালে সিনেমার প্রথম পর্ব ‘ডন‘ মুক্তি পায়। অভিনয় করেছিলেন শাহরুখ খান। ডন সিনেমা ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিলো সেই সিনেমা। এরপর ডন সিনেমার সিক্যুয়েল ‘ডন-২‘ মুক্তি পায় ২০১১ সালে, সেই সিনেমাতে ও প্রধান চরিত্রে ছিলেন শাহরুখ খান। দর্শকের মনে তখন থেকেই আরেকটি পর্ব দেখার আশা তৈরি হয়। এবং তারাঁ জনপ্রিয় নায়ক শাহরুখ খানকেই এই পর্বে দেখতে চেয়েছিলেন।এবার আসতে যাচ্ছে ‘ডন-৩’।
কিন্তু চিত্রনাট্য পছন্দ না হওয়ায় নতুন এই সিনেমায় কাজ করবেন না বলে জানান শারুখ খান। এখন দর্শকদের মনে একটাই প্রশ্ন তাহলে ডন-৩ এর ডন কে হতে যাচ্ছে?
অনেকদিন ধরেই আলোচনার শীর্ষে রয়েছে ডন-৩।প্রযোজক রীতেশ সিদওয়ানি সম্প্রতি এই সিনেমা নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন।
শারুখের পরিবর্তে ইতিমধ্যে অনেকের নামের গুঞ্জন শোনা যাচ্ছে। অনেক অনেকটা নিশ্চিত এবার ডন রুপে আসতে যাচ্ছেন রনবীর সিং।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া একাধিক সূত্র থেকে পাওয়া তথ্যমতে এই বিষয়টি নিশ্চিত করেন।
শারুখের না করে দেওয়ার পর তারঁ পরিবর্তে যোগ্য অভিনেতা খুঁজছিলেন নির্মাতারা। দর্শক জনপ্রিয়তার ভিত্তিতে শারুখের পরিবর্তে রনবীর সিং কে নির্বাচন করেন ফারহান ও রীতেশ সিধওয়ানির প্রযোজনা সংস্থা ‘এক্সেল এন্টারটেইনমেন্ট’। প্রচারমূলক শুটিং ও সেরে ফেলা হয়েছে তার সাথে।
বলিউডের জনপ্রিয় নায়ক রনবীর সিং। ‘গালি বয়, ‘দিল ধড়কনে দো’ এই সব সিনেমার মাধ্যমে বলিউডে জনপ্রিয়তা লাভ করেন রনবীর সিং। প্রায় সবসময় চর্চার মধ্যে থাকেন রনবীর সিং।
দর্শক মনে এক বিরাট প্রত্যাশার সৃষ্টি হয়েছে ডন-৩ কে ঘিরে। দেখা যাক সেই প্রত্যাশা কতটা পূরণ হয়।