আমরা বিভিন্ন সময় মুখে মেকাপ ব্যবহার করি।দীর্ঘ সময় মুখে মেকাপ রাখলে আমাদের ত্বকের বিভিন্ন ক্ষতি হতে পারে।এজন্য মেকাপ রিমুভ করা প্রয়োজন। বাজারে বিভিন্ন ধরনের মেকাপ রিমুভাল প্রোডাক্ট পাওয়া যায়। এ সবের অনেকগুলো আবার আমাদের ত্বকের ক্ষতি ও করতে পারে। ঘরোয়া প্রাকৃতিক কিছু উপায়ে আমরা মেকাপ রিমুভ করতে পারে।এতে করে আমাগো ত্বকের ক্ষতি হবে না পাশাপাশি টাকাও বাঁচবে।
ঘরোয়া উপায়ে মেকাপ রিমুভের পদ্ধতি নিচে দেওয়া হলো :
- তেল: নারকেল তেল,অলিভওয়েল,আমন্ড ওয়েল ইত্যাদি তেল মেকাপ রিমুভ করতে ব্যবহার করা যায়। যে তেলটি আপনার মুখের ত্বকের সাথে যায় সেই তেলটি মুখে মেখে আলতো করে ম্যাসাজ করে নিন। এরপর তোয়ালে কিংবা তুলোর বল হাল্কা গরম পানিতে ভিজিয়ে মুখ ভালো করে মুছে নিন। এতে করে তেলের সাথে মেকাপ ভালোভাবে উঠে যাবে। অনেক সময় চোখের মেকাপ কিংবা এক ধরনের লিপস্টিক উঠানোর জন্য অবশ্যই তেল ব্যবহার করতে হয়।
- স্টিম: কোনো কিছু না ব্যবহার করে শুধুমাত্র পানির মাধ্যমেই মেকাপ তুলে ফেলা সম্ভব। গরম পানির ভাপের মাধ্যমে খুব সহজেই মেকাপ উঠে যায়। একটি পাত্রে গরম পানি নিয়ে তার উপরে আপনার মুখ রেখে তোয়ালে দিয়ে ঢেকে দিতে হবে।এর ফলে বাষ্প বা ভাব আপনার মুখে সরাসরি গিয়ে পৌছাঁবে। এতে করে মেকাপ কিছুক্ষণের মধ্যেই উঠে যাবে।ক্রিম জাতীয় মেকাপ তৈরিতে পানির ভাব সবচেয়ে বেশি কাজে লাগে
- শশা: বিভিন্ন রূপচর্চার কাজে শশার ব্যহার রয়েছে। মেকাপ রিমুভ করতেও শশা কাজে লাগে।এজন্য শশার রসের দরকার হয়। শশার রস তুলোর মাধ্যমে গোটা মুখে হাল্কা করে লাগিয়ে নিতে হবে এরপর ঘসলেই সব মেকাপ উঠে যাবে।এতে করে ত্বকের তো কোনো ক্ষতিই হবে না পাশাপাশি ত্বকের আরও উপকার হবে।
- পেট্রোলিয়াম জেলি: শাীতকালে ত্বককে রক্ষা করতে আমরা পেট্রোলিয়াম জেলির ব্যবহার করে থাকি। পেট্রোলিয়াম জেলির সাহায্যে খুব সহজেই মেকাপ রিমুভ করা যায়।এরজন্য সামান্য পরিমাণ জেলি হাতের তালুতে নিয়ে মুখে ভালো মতন ঘসলেই মুখের মেকাপ রিমুভ হয়ে যাবে।
- দুধ: ফুল ফ্যাট দুধ ত্বককে পরিষ্কার রাখতে সাহায্য করে।খুব কড়া মেকাপ রিমুভ করতে দুধ এবং সর কাজে লাগে।ত্বকে দুধ এবং সর লাগিয়ে আলতো হাতে ম্যাসাজ করতে হবে। এরপর হালকা পানিতে তোয়ালে ভিজিয়ে মুখ মুছে নিলেই সব মেকাপ উঠে যাবে।
- মধু: মধুর সাথে বেকিং সোডা মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিতপ হবে। এরপর তুলোর সাহায্যে মুখে আলতো করে ম্যাসাজ করতে হবে। কিছুক্ষণ পর মুখ পানিতে পরিষ্কার করলেই মেকাপ সব উঠে যাবে।
মেকাপ রিমুভ করলে আমাদের ত্বক ক্ষতিকর পদার্থ গুলো থেকে রক্ষা পবে।তবে অবশ্যই মনে রাখতে হবে মেকাপ রিমুভ করার সময় সবসময় আলতো হাতে ম্যাসাজ করতে হবে বা ঘষতে হবে।