শুভ্র সাদায় সুগন্ধিএক ফুল বেলি। ফুল পছন্দ নয় পৃথিবীতে এমন মানুষ খুবই কম রয়েছে। সুগন্ধি ফুলের মধ্যে বেলি ফুল অন্যতম।
বেলি বা বেলী ফুলের ইংরেজি নাম : Arabian jasmine।
বৈজ্ঞানিক নাম :Jasminum sambac।
অনেকে একে মল্লিকা,মালশি,নাগরা ইত্যাদি নামেও চিনে থাকে। বেলি ফুল গুল্ম জাতীয় গাছ। আকারে ছোট প্রজাতির এসব গাছ এক মিটার পর্যন্ত উঁচু হয়ে থাকে। এদের পাতা ৪-৮ সেন্টিমিটার লম্বা এবং ডিম্বাকার হয়। পাতা সবুজ,গাঢ় সবুজ এবং মসৃণ হয় এবং ডাল হয় কচি রোমশ।
গ্রীষ্ম এবং বর্ষাকালে এই ফুল পাওয়া যায়। থোকায় থোকায় ফোটা বেশি ফুলের গন্ধে চারপাশ মুখরিত হয়। এই ফুলের কয়েকটি জাত দেখা যায়। আকারের এবং গড়নের ভিন্নতা দেখা যায় এদের মাঝে। এই ফুল সন্ধ্যায় ফোটে পরেরদিন ঝরে যায়।
বিভিন্ন কলম পদ্ধতি এই গাছের চারা উৎপাদন করা যায়। টবে বা জমিতে সহজেই এই ফুল চাষ করা যায়। বাগানের কিংবা বেলকুনির সৌন্দর্য বৃদ্ধি করতে এই ফুলের জুড়ি নেই। বেলি ফুলের গন্ধ সবারই ভীষণ প্রিয়।
সাধারণ সৌন্দর্য বর্ধনের জন্য বেলিফুল সবাই ব্যবহার করে। বিভিন্ন সাজসজ্জার কাজে ব্যবহার করা হয় বেলিফুল।নারীরা বেলিফুলের গাজরা খোঁপায় অথবা হাতে পরে। পহেলা বৈশাখে সবার খোঁপায় এই ফুল দেখতে পাওয়া যায়। বিভিন্ন কবিতা গানে বেলি ফুলের উল্লেখ পাওয়া যায়। এই ফুলের রয়েছে বিভিন্ন ভেষজ গুণ। শ্বাসকষ্ট, সর্দি,বমি ইত্যাদি নানাবিধ সমস্যায় এই ফুল ব্যবহার করা হয়।এ ছাড়াও এই ফুল দিয়ে বিভিন্ন সুগন্ধি জাতীয় দ্রব্য ও তৈরি করা যায়।