23 C
Dhaka
হোম ফুলের কথাসাদার মায়া ছড়িয়ে ভালোবাসায় জায়গা করে নেয়া ফুলটি কাঠগোলাপ

সাদার মায়া ছড়িয়ে ভালোবাসায় জায়গা করে নেয়া ফুলটি কাঠগোলাপ

কাঠগোলাপ, নামটি যেমন অদ্ভুত  রকমের এই ফুলটিও তেমন অদ্ভুত রকমের সুন্দর। ফুলের  গন্ধ, রুপে রয়েছে স্নিগ্ধতা এবং কোমলতা। কাঠগোলাপের সৌন্দর্যে ,গন্ধে মুগ্ধ হয়নি  এমন মানুষ খুব কমই আছে। কাঠগোলাপের গন্ধে মন শান্ত হয়ে যেতে বাধ্য।

কাঠগোলাপের ইংরেজি নাম Frangipani।

এবং দ্বিপদ নাম Plumeria.। কাঠগোলাপ মূলত মধ্য আমেরিকা,মেক্সিকো,দক্ষিণ ভারত ও ভেনেজুয়েলার স্থানীয় ফুল। তবে আমাদের দেশেও এখন এই ফুল ব্যাপক পরিচিত। গোলাইচ,গুলাচি,গোলকচাঁপা,চালতাগোলাপ,গুইচাপাঁ ইত্যাদি বিভিন্ন নামে কাঠগোলাপ পরিচিত।

বিভিন্ন রঙের কাঠগোলাপ দেখতে পাওয়া যায়।কাঠগোলাপ গাছ মূলত সপুষ্পক উদ্ভিদ। গাছের উচ্চতটা সাধারণ ৮-১০ মিটার পর্যন্ত হতে পারে। সাধারণ  কাঠগোলাপ চার থেকে পাচঁ পাপড়ি বিশিষ্ট হয়। বিভিন্ন রকম আকারেও কাঠগোলাপ দেখতে পাওয়া যায়।কোনোটির আকার ছোট হয় আবার কোনোটি বড় হয়। ফুল সাধারণ গুচ্ছ আকারে থোকায় থোকায় কিংবা দীর্ঘ মুঞ্জরির আগায় ঝুলতে থাকে।রঙ অনুযায়ী কাঠগোলাপ চার রকমের হয়ে থাকে

  • ধবধবে সাদা রং
  • লালচে পোলাপী
  • গোলাপী
  • লাল
ধবধবে সাদা কাঠগোলাপ
Image by เอกชัย ปลื้มใจ from Pixabay

সাদা রঙ এর ফুলের মাঝে কখনো হলদে আকার দেখা যায়,কখনও গোলাপী রঙ এর মাঝে দেখা যায় হলদে রং, কোনোটা আবার এক রঙের হয়ে থাকে।বাহারি রঙ এর পাশাপাশি কাঠগোলাপের বাহারি সুগন্ধ ও রয়েছে। এই ফুলের গন্ধে আপনি মুগ্ধ হতে বাধ্য।

লালচে পোলাপী কাঠগোলাপ
Image by Mimi from Pixabay

কাঠগোলাপের জনপ্রিয়তা আমাদের দেশে ব্যাপক। এর জনপ্রিয়তার পেছনে কৃত্বিতে অনর্বের ‘ তোমার জন্য’গানটির ও রয়েছে।

গানটির লাইন, 

“তোমার জন্য নীলচে তারার একটুখানি আলো

ভোরের রঙ রাতের মিশকালো

কাঠগোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি

আবছা নীল তোমার লাগে ভালো।”

 মূলত  এই গানের রেশ ধরেই মানুষের অন্যরকম এক ভালো লাগার জায়গা তৈরি হয়েছে। এছাড়াও বিভিন্ন কবিতা উপন্যাসে কাঠগোলাপের কথা উল্লেখ আছে।কাঠগোলাপের প্রতি। কাঠগোলাপের তৈরি গাজরা খোপায় কিংবা হাতে পরতে অনেকেই পছন্দ করেন। এছাড়াও বিভিন্ন ধরনের ছবিতে কাঠগোলাপ ব্যবহার করে সেই ছবির সৌন্দর্য আরও বাড়িয়ে তোলা হয়।

গোলাপী কাঠগোলাপ
Image by LATUPEIRISSA from Pixabay

কোনো এক বিকেলে রাস্তার ধারে পরে থাকা একটা সুন্দর সাদা ফুল হাতে নিয়ে তার গন্ধ এবং রুপে আমি মুগ্ধ হয়েছিলাম। পরে জানতে পারি এই ফুলটিই আসলে কাঠগোলাপ। সেই বিকেল থেকেই কাঠগোলাপ আমার সবচেয়ে প্রিয় ফুল।গাছের নিয়ে কাঠগোলাপ পরে থাকতে দেখলেই হাতে কুড়িয়ে নেই আমি অবশ্য  প্রায় সব মেয়েরাই এই কাজটি করে।কাঠগোলাপ গানে গুজে দিলে চেহারার মাঝে এক অন্য রকম সৌন্দর্য ফুটে ওঠে।কোনো স্থানের সৌন্দর্য বহু গুনে বাড়িয়ে দেয় কাঠগোলাপ।  আজ থেকে দুই যুগ আগেও হাতে গোনা গুটি কয়েক জায়গাতে দেখা যেতো  এউ কাঠগোলাপ। এখন শহর, গ্রাম সবখানেই খুব সহজেই এর দেখা মেলে। কাঠগোলাপ ছাড়া শহর এখন অসম্পূর্ণ মনে হয়।

ফুলের ফটোগ্রাফিতে সবচেয়ে এগিয়ে  আছে কাঠগোলপ। কাঠগোলাপ দেখে যেমন বারবার মুগ্ধ হবেন। কাঠগোলাপ গ্রাফি দেখেও  মুগ্ধ হতে বাধ্য হবেন। সবার জীবন কাঠগোলাপের সিন্ধতায় ভরে উঠুক।

লাল কাঠগোলাপ
Image by hartono subagio from Pixabay
একইমত আর্টিকেল

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন

- Advertisment -
Digital Marketer Apple Mahmud Riyad

জনপ্রিয়

মন্তব্য