30 C
Dhaka
হোম বিনোদনঢালিউডপ্রয়াত অভিনেতা আহমেদ রুবেল অভিনীত সিনেমা ‘পেয়ারার সুবাস’।

প্রয়াত অভিনেতা আহমেদ রুবেল অভিনীত সিনেমা ‘পেয়ারার সুবাস’।

ঢাকা, ১০ ফেব্রুয়ারি: প্রয়াত জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেল অভিনীত ‘পেয়ারার সুবাস’ সিনেমাটি শুক্রবার (১০ ফেব্রুয়ারি দেশের ২৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ২০২০ সালে শেষ হওয়া এই সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হয় ২০২৩ সালে। এরপর গত বছর ৪৫তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় সিনেমাটি। উৎসবে ইতিবাচক সাড়া পেলেও, মুক্তির আগেই ৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান রুবেল।

আট বছর পর মুক্তি

২০১৬ সালে শুরু হয় ‘পেয়ারার সুবাস’ সিনেমাটির শুটিং। নানা জটিলতায় আটকে থাকার পর ২০২০ সালে শেষ হয় এর চিত্রায়ণ। এরপর পোস্ট প্রোডাকশনে আরও তিন বছর লেগে যায়।

রুবেলের স্মরণে উৎসর্গ

রুবেলের অকাল মৃত্যুর পর সিনেমাটি তাকে উৎসর্গ করা হয়েছে। সিনেমায় রুবেলের বিপরীতে অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এছাড়াও সুষমা, তারিক আনাম খান, দিহান, নূর ইমরান মিঠুসহ আরও অনেকে অভিনয় করেছেন।

কোথায় কোথায় দেখা যাবে

‘পেয়ারার সুবাস’ সিনেমাটি দেখা যাবে ঢাকার বসুন্ধরা সিটি শপিং মল, স্টার সিনেপ্লেক্স, সীমান্ত সম্ভার, এস.কে.এস. টাওয়ার, সনি স্কোয়ার, বঙ্গবন্ধু সামরিক জাদুঘর, বালি আর্কেড, বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক, রাজশাহী ব্লকবাস্টার সিনেমাস, লায়নস সিনেমাস, যমুনা ফিউচার পার্ক, চট্টগ্রামের সিলভার স্ক্রীণ, গ্রান্ড সিলেট মুভি থিয়েটার, শ্যামলী সিনেমা, বগুড়ার মমো-ইন, দিয়াবাড়ীর ম্যাজিক মুভি থিয়েটার ফ্যান্টাসি পার্ক, সিরাজগঞ্জের রুটস সিনেক্লাব, নারায়ণগঞ্জের সিনেস্কোপ, গুলশান সিনেপ্লেক্স, সাভারের সেনা অডিটোরিয়াম, চট্টগ্রামের সুগন্ধা, খুলনার শঙ্খ সিনেমা, রংপুরের শাপলা সিনেমা, দিনাজপুরের মর্ডান সিনেমা, খুলনার লিবার্টি সিনেমা এবং কুষ্টিয়ার স্বপ্নীল সিনেপ্লেক্সে।

একইমত আর্টিকেল

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন

- Advertisment -
Digital Marketer Apple Mahmud Riyad

জনপ্রিয়

মন্তব্য