29 C
Dhaka
হোম ব্যাক্তিত্বঅন্যের জীবনের ছন্দ খুঁজে পেতে সাহায্য করাটাই যার জীবনের উদ্দেশ্য-  তিনি জোবায়ের...

অন্যের জীবনের ছন্দ খুঁজে পেতে সাহায্য করাটাই যার জীবনের উদ্দেশ্য-  তিনি জোবায়ের রুবেল

নিজেকে বাংলাদেশের সব চেয়ে সুখী মানুষ দাবী করা লোকটি কাজ করেন ‘সুখ’ নিয়ে। ‘সুখ’ নিয়ে কাজ করেন…? শুনে আপনার যেমনই লাগুগ এটাই সত্য। যদিও পেশায় তিনি একজন বিজনেস স্টোরিটেলার আর কাজে হ্যাপিনেস কোচ। হা হা হা…! আর যেদিন ইউটিউবে দেখার মত ভালো কোন সিনেমা খুঁজে না পান সে দিন তিনি বই দেখতে বসেন। এসব করে ইতোমধ্যেই লিখেছেন ১৩টি বই। যার মধ্যে ৩টি বই  ট্যাগ পেয়েছে বেস্ট সেলার। তবে এ সব কিছু ছাড়িয়ে তিনি এখন বেশী সময় কাটাচ্ছেন ইউটিউবেব কনটেন্ট বানিয়ে। ‘সুখের স্কুল’ নামে একটি ইলার্নিং প্লাটফর্ম এবং ‘স্টোরিটেলার’ নামে একটি পিআর এজেন্সির প্রতিষ্ঠাতা ও পরিচালক তিনি।

ইউটিউবার জোবায়ের রুবেল: 

“জোবায়ের রুবেল” নামে একটি ইউটিউব চ্যানেলে নিয়মিত কনটেন্ট প্রকাশ করে যাচ্ছেন।  তিনি নিজের কনটেন্ট দিয়ে অন্যের জীবনের ছন্দ খুঁজে পেতে সাহায্য করতে চান। সাধারণত হ্যাপিনেস, মাইন্ডফুলনেস মেডিটেশন, ওয়েলবিং, পার্সোনাল গ্রোথ ইত্যাদি বিষয়ের নিয়ে কন্টেন্ট প্রকাশ করনে জোবায়ের। দেশের সাধারন মানুষ তার ভিডিও দেখতে খুব পছন্দ করছেন। তাই তাদের সুখে থাকতে উৎসাহিত করতে তিনি তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। 

জোবায়ের রুবেলের ইউটিউব চ্যানেল

হ্যাপিনেস কোচ  জোবায়ের রুবেল:

তিনি বিশ্বাস করেন নিজেকে ছাড়া আর কাউকে কোন কিছুই শেখানো সম্ভব নয়। তাই তিনি প্রতিদিন নিজেকে সুখে থাকা শেখান। শেখার পরে যদি তিনি সাফল্য পান তাহলে শেয়ার করেন বই লিখে, ইউটিউবে, বক্তৃতা ও  সুখের স্কুলে থাকা কিছু ট্রেনিংয়ের মাধ্যমে। তবে কোন ব্যক্তি যদি নিজে থেকে সুখে থাকা শিখতে চান তিনি তাকে ওয়ান টু ওয়ান শিখতে সহযোগিতা করেন। জোবায়েররুবেল.কমে এখই একবার এ ব্যাপারে বিস্তারিত দেখে আসতে পারেন। 

তিনি খুব সাবলীল ভাবেই বলতে পারেন, ‘আমি আমার জীবনে ছন্দ খুঁজে পেয়েছি। আপনার জীবনের ছন্দ খুঁজে পেতে সাহায্য করতে চাই এটাই আমার জীবনের উদ্দেশ্য।’’ তার জীবনের উদ্দেশ্য পূরণ হোক। আমি তার জন্য সেই দোয়াই করি।    

লেখক জোবায়ের রুবেল: 

বেস্ট সেলার ট্যাগ যে কোনো লেখকের জন্যই একটা বড় প্রাপ্তির নাম। ইতমধ্যেই তিনি সেই ট্যাগ পেয়েছেন। বাংলাদেশের সব থেকে বড় অনলাইন বুকশপ রকমারি তে তার ৩টা বই বেস্ট সেলার র‍্যংকিং এ থেকেছে বিভিন্ন সময়। বই ৩ টি হচ্ছে-

১। মাইন্ডফুলনেস মেডিটেশন

২। প্রোডাক্টিভ হ্যাপিনেস উইথ ইসলাম

৩। আনলক ইয়োর ইনার মিলিয়নিয়ার

এছাড়াও তিনি লিখেছেন-

৪। মাইন্ডফুলনেস ফর বিগিনার

৫। ওভারকামিং স্ট্রেস অ্যান্ড এনজাইটি

৬। ট্রেইনিং ব্রেইন, হাউ টু ফোকাস

৭। রিলেশনশিপ ম্যানেজমেন্ট

৮। প্রাকৃতিক ভাবে প্রোডাক্টিভিটি বৃদ্ধির উপায়

৯। ইগো থেকে মুক্তি

১০। কেন ও কীভাবে রাগ নিয়ন্ত্রণ করবেন

১১। ঘুম এর জন্য মেডিটেশন

১২। মাইন্ডফুল ডায়েট

খুব শিগগিরই প্রকাশ হতে যাচ্ছে আরো তিনটি বই-

১। প্রোডাক্টিভ মাইন্ডফুলনেস উইথ ইসলাম

২। হ্যাপিনেস ইঞ্জিনিয়ারিং বাই কোরান

৩। প্রোডাক্টিভ হ্যাবিট উইথ ইসলাম

ফ্যামিলি ম্যান জোবায়ের রুবেল:

এসব কিছুর পরেও দিন শেষে তিনি একজন ঘরকাতুরে মানুষ। পরিবারের প্রতি ভালোবাসা ধারণ করেন বলেই হয়তো বলতে পারেন, “হাই, আমি জোবায়ের রুবেল, ফাদার অব আয়মান সুখ, আজান সুখ, হ্যাসবেন্ড অফ এ স্যুপার ওম্যান।’’ 

তিনি সুখী পারিবারিক জীবন যাপন করছেন ঢাকার কল্যাণপুরে থাকেন। দুই ছেলের মধ্যে বড় ছেলে আয়মান সুখ ৯ বছর এবং ছোট ছেলে আজান সুখের বয়স ৮ মাস। তার সহধর্মীনি আফসানা মিনা একজন উদ্যক্তা। সংসার শপ নামে একটি ইকমার্স বিজনেস এর ফাউন্ডার তিনি। এছাড়াও সোশ্যাল অ্যাওয়ারনেস মূলক কাজে নিজেকে যুক্ত রাখতে ভালোবাসেন।

‘ডিয়ার হ্যাপি ম্যান’ আপনাকে তিনি ঠিক এই নামে সম্বোধন করেন। এই মানুষটি হয়তো আপনার জন্য প্রতিদিন দোয়াও করেন। তিনি বিশ্বাস করেন, আপনি খুশিতে থাকলে আপনার পরিবারের শান্তি থাকবে, আপনার পরিবারের শান্তি থাকলে দেশে শান্তি থাকবে। তাই তিনি বলেন আমাদের নিজেদেরকে প্রতিদিন অন্তত দশ বার নিজেকেই বলা উচিত, ‘আলহামদুলিল্লাহ খুব সুখে আছি’

আপেল মাহমুদ রিয়াদ
আপেল মাহমুদ রিয়াদhttps://www.applemahmudriyad.com
আপেল মাহমুদ রিয়াদ পেশায় এখন ডিজিটাল মার্কেটার। ভালোবাসেন ডিজিটাল দুনিয়ায় কাজ করতে। ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি তিনি নিয়মিত ইউটিউবে কনটেন্ট বানিয়ে যাচ্ছেন।
একইমত আর্টিকেল

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন

- Advertisment -
Digital Marketer Apple Mahmud Riyad

জনপ্রিয়

মন্তব্য