29 C
Dhaka
হোম বিনোদনসাধারণ হতে চাওয়ার অসাধারণ গল্প নিয়ে TEDx মঞ্চে এমদাদুল হক হৃদয়

সাধারণ হতে চাওয়ার অসাধারণ গল্প নিয়ে TEDx মঞ্চে এমদাদুল হক হৃদয়

গল্পটা একটা ছোট ছেলের। ৬/৭ বছরের একটা ছোট ছেলে যার কাছে অনেক বড় আবেগের জায়গা ছিল খেলার মাঠ।  ছেলেটা প্রতিদিন বিকেলে খেলার মাঠে যেত ঠিকই কিন্তু কেউ তাকে খেলায় নিতো না। তার অবশ্য একটা কারনও আছে কারণ ছেলেটা খেলায় ছিল ডাব্বা। বল হাতে বা ব্যাট হাতে কোনোটাতেই সে পারতোনা। ব্যাট হাতে নিলেই আউট, বল করতে গিয়ে দিত ওয়াইড আর সে যেখানে দাড়াতো ৪/৬ সেদিকেই হতো। এটাই মুলতো তাকে দলে না নেয়ার কারণ। ছেলেটা খুব কষ্ট পেত। আজকের দিনে আপনার আমার কাছে সেই খেলার মাঠ অতটা প্রায়োরিটি না পেলেও সেই সময়ে ওই ছেলেটার কাছে সেটা ছিল খুবই আবেগের জায়গা। ছেলেটা কান্না করতো আর ভাবতো সবাই ভালো খেলে , সবাই স্বাভাবিক আমি হয়তো সাধারণের থেকে বেশ নিচে। তাই প্রতিদিনই কান্না করে করে আল্লাহর কাছে চাইতো “ হে আল্লাহ আমাকে সাধারণ বানিয়ে দিন, আমি শুধুই সাধারণ হতে চাই”।

গল্পের সেই ছোট্ট ছেলেটাই আমাদের প্রিয়, আজকের এমদাদুল হক হৃদয়। যাকে আমরা চিনি মিরাক্কেল এর জন্য। কেউ কেউ আবার চিনি তার ওয়েব কনটেন্ট সিরিজ “ ব্যাপারটা টেনশনের” জন্য। স্যান্ডআপ কমেডি এর পাশাপাশি তিনি রেগুলার কনটেন্ট বানিয়ে যাচ্ছেন ইউটিউব/ফেসবুকে। এছাড়াও তিনি ডিজিটাল কনটেন্ট স্ট্রাটেজিস্ট এবং কন্সালটেন্ট হিসেবে কাজ করছেন দেশী বিদেশী বেশ কিছু প্রতিষ্ঠানের সাথে। 

অনুপ্রেরণার গল্প বলার সবচেয়ে বড় মঞ্চ হলো TEDx । আর সেই মঞ্চেই জীবনের চড়াই উতড়াই পেরিয়ে সাধারণ হয়ে ওঠার গল্প বললেন তিনি। কুমিল্লা বিশ্ববিদ্যালয় আয়োজিত TEDxCOU এর এবারের প্রতিপাদ্য বিষয় ছিল Vision to Reality । কুমিল্লা BARD এর ময়নামতি অডিটরিয়ামে সাজানো হয় TEDx মঞ্চ। 

জীবনের বিভিন্ন সময়ের এমন ছোট ছোট ঘটনা গুলোই তাকে এমদাদুল হক হৃদয় বানিয়েছে। এই গল্পগুলোই অনুপ্রানিত করেছে তাকে সাধারণ হতে, তাই তিনি বার বার বলেছেন, “ আমি সাধারণ হতে চেয়েছি, আমি সাধারণ হতে চাই। 

আপেল মাহমুদ রিয়াদ
আপেল মাহমুদ রিয়াদhttps://www.applemahmudriyad.com
আপেল মাহমুদ রিয়াদ পেশায় এখন ডিজিটাল মার্কেটার। ভালোবাসেন ডিজিটাল দুনিয়ায় কাজ করতে। ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি তিনি নিয়মিত ইউটিউবে কনটেন্ট বানিয়ে যাচ্ছেন।
একইমত আর্টিকেল

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
অনুগ্রহ করে এখানে আপনার নাম লিখুন

- Advertisment -
Digital Marketer Apple Mahmud Riyad

জনপ্রিয়

মন্তব্য